কসবা উচ্চ বিদ্যালয়, কসবা, পবা, রাজশাহী’র ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। সারা বিশ্বের শান্তির নগরী ও হরিপুরের পার্শে কসবায় গড়ে উঠা কসবা উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সরকারের ভিশন ২০২১ ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকারী বিধি ও নির্দেশ মোতাবেক ওয়েব সাইটটি ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি এই সাইটটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। ভর্তি কার্যক্রম থেকে শুরু করে ফলাফল প্রস্তুত করাসহ সকল কাজ অনলাইন সফটওয়ারের মাধ্যেমে সম্পন্ন করার পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। আশা করছি ভবিষ্যতে ছা্ত্র ও শিক্ষকদের ডাটাবেজ তৈরি করে সকল তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা করা সম্ভব হবে।বিদ্যালয়ের আপডেট তথ্য সকলের কাছে পৌছে দেওয়ার জন্য কসবা উচ্চ বিদ্যালয়ের ওয়েব সাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমান যুগ, বিজ্ঞানের যুগ একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ছাড়া মানব জীবন কল্পনা করা যায় না। বিজ্ঞানের যে আবিষ্কার বিশ্বের এক প্রান্তের মানুষকে অপর প্রান্তের মানুষের অতি নিকটে নিয়ে এসেছে তা হচ্ছে ইন্টারনেট। বর্তমান যুগ গ্লোবালাইজেশন এর যুগ , যার মধ্যে দিয়ে সমগ্র পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে। সব কাজ প্রতিষ্ঠানে বসেই আদান প্রদান করতে পারব। এতে আমাদের সময় সাশ্রয় হবে এবং কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে। এজন্য আমি প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আনন্দিত। নিয়মিতভাবে ওয়েব সাইটটি ব্যবহার করার জন্য সংম্লিষ্ট সকলের প্রতি অনুরোধ রাখা হলো।
প্রাণপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক,অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রী ও সুধীবৃন্দ আপনাদের সবাইকে কসবা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই একরাশ প্রীতি,শুভেচ্ছা ও অভিনন্দন । এই বিদ্যাপীঠে পদার্পন করার পর থেকেই আমার একটা স্বপ্ন ছিল বিদ্যালয়টিকে একটি আধুনিক, ডিজিটালাইজ্ড, স্মার্ট ও মডেল বিদ্যালয় হিসেবে গড়ে তোলা । এই ওয়েবসাইট তৈরির মাধ্যমে আমার স্বপ্ন বাস্তবায়নের একধাপ এগিয়ে গেল । “Education is power.” আর এই Education কে আরও সহজে মানুষের দোরগড়ায় পৌছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা । এই ওয়েব সাইটের মাধ্যমে ছাত্র/ছাত্রী ও অভিভাবকগন ঘরে বসেই সিলেবাস, পরীক্ষার রুটিন, ফলাফল ও বিদ্যালয়ের বিভিন্ন নোটিশ দেখতে পাবে । এ ছাড়াও এই সাইটের মাধ্যমে ছাত্র/ছাত্রীরা Online এ পরীক্ষার ফি ও স্কুলের বেতন পরিশোধ করতে পারবে । SDG-4 অর্জন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া ও মানবতার জননী,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন – ২০৪১ Smart Bangladesh গড়ার স্বপ্নকে বাস্তবে রুপ দিতে শিক্ষাকে সবার আগে ডিজিটালাইজ্ড ও স্মার্ট হিসেবে গড়ে তোলা ছাড়া আর কোনো উপায় নাই । আশাকরি আপনাদের সহযোগিতায় আগামী কয়েক বছরের মধ্যে আমরা Smart Bangladesh বিনির্মানে আরও কিছুদূর সামনের দিকে অগ্রসর হব ।